ছোটদের এই বইটির মাধ্যমে আপনারা আম্যান্ডার সঙ্গে পরিচিত হবেন - একটি ছোট মেয়ে যে কঠোর পরিশ্রম করতে শেখে, আর শেখে কি ভাবে নিজের স্বপ্ন সফল করে তুলতে হয়। আম্যান্ডার এই আশ্চর্য্য যাত্রায় তার সঙ্গে থাকুন, আর জেনে নিন কি ভাবে নিজের লক্ষ্য স্থির করে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়। দেখুন, কি ভাবে সে বাধার মুখোমুখি হয়েও হার স্বীকার করে না, নিজের লক্ষ্যে অবিচল থাকে। "আম্যান্ডার স্বপ্ন" ছোটদের এবং তাদের মা-বাবাদের জন্য একটি অনুপ্রেরণামূলক বই। ছোট ছোট প্রেরণাদায়ক গল্পের সংগ্রহের এটি প্রথম বই, যা আপনার সন্তানদের একটি আনন্দময়, পরিপূর্ণ জীবন গড়ে তোলার দক্ষতা এবং নীতিসমূহ আয়ত্ত করার সহায়ক হবে।
In this children's book, you will meet Amanda, a young girl who has a lot to learn about hard work and how to make her dreams a reality. Join Amanda on her wonderful journey, and learn with her how to find your goal and make it come true. You will watch her face challenges but never give up along her path to...