বেখেয়ালী মনের নানা আবেগ ও অনুভূতি ঘিরে জীবনের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিষ আর নিত্যদিনের সম্পর্কের টানাপড়েন ও কিছু স্বভাব, চরিত্র, অভ্যাস ইত্যাদি জীবনে বিশেষ স্থান করে নেয় জ্ঞাত ও অজ্ঞাতসারে । কখনো বা এক ঝলকের সম্পর্ক হয়ে যায় অনুরাগ বা একমাত্র ভালোবাসা। এসব আবেগময় কিছু বড়গল্প নিয়ে এলো বেখেয়ালী গল্পকথা।
........