'অদৃশ্য পোকা এবং মিথ্যে' আমার ষষ্ট গল্পগ্রন্থ। তবে সরাসরি ই-বুক হিসাবে এই বইটিই প্রথম প্রকাশিত হলো। অতি সোজা সাপ্টা ১০টি গল্প নিয়ে রচিত হয়েছে এই সংকলনটি। গল্পগুলোর সার নিয়ে অতিরিক্ত বকবক করার কোন প্রয়োজন নেই, আসলে ঘটনাগুলো কিছু শুধুই ঘটনা, কিছু কল্পনা, কিছু অদ্ভুত আর কিছু খুবই সরল সোজা পথ। কখনো সরাসরি আবার কখনো ফ্যান্টাসির আবর্তে পরিচিত সমাজ সংসারের পরিচিত কিছু তীর্যক দৃশ্যের কথাই মূলত বলে ওঠে প্রতিটি গল্প।
একজন নির্ভৃতচারি বা অনেকটা ট্রোগোলডাইট (troglodyte) লেখক হিসেবই নিজেকে ভাবি। সংগত কারণে কোন প্রকাশককে আমার লেখার হার্ডকপি প্রকাশ কেনো করতে হবে তার কোন মজবুত কারণ আমি খুঁজে পাই না। অন্য কোন ক্ষেত্রেও কোনভাবেই বিখ্যাত বা কুখ্যাত হিসাবে সুপরিচিত নই, পূর্বে প্রকাশিত কোন বই তেমন সংখ্যক পাঠক ক্রয় করেছেন এই বিষয়ে কোন প্রমাণও নেই, কোন পত্র পত্রিকায় বা অনলাইন ব্লগে এখন আর লিখি না এবং পরিচিত অপরিচিত কোন প্রকাশকের সাথে বই প্রকাশনার খরচ বিষয়ক মোলামুলি করতে আর ইচ্ছুক নই। অথচ সময়ের অচেনা গলিতে হারিয়ে গেলেই টুকটাক গল্প লিখি এখনও । লেখাগুলৈা পাঠক পড়ুক এমন অভিলাষ একজন লেখক হিসাবে খুবই প্রাথমিক স্তরেরই বটে। কেউ যদি নাই পড়ে তবে গল্প মাথার ভেতরেও হারিয়ে গেলে কোন ক্ষতিই হতো না, কত শত গল্প রোজতো প্রতি মানুষের ভাবনার অন্ত:পুরীতেই হারিয়ে যায়। হয়তো এই এক কারণেই এই নতুন গল্প সংকলনটি ই-বুক রূপে প্রকাশ করলাম খোলা অন্তর্জালে।
মামুন ম. আজিজ