প্রাক মধ্যযুগে নাইসিয়া নগরীতে পেশ হওয়া নাইসিন বিশ্বাসসূত্র আজকের খ্রীষ্টধর্মের উপরে কতটা অধিক কুপ্রভাব ফেলেছে সেটি এই বইয়ে ব্যাখ্যা করা হয়েছে৷
এই যুগে নূতন জন্মের সত্যের পরিচয় লাভ করবার জন্য, আপনাকে কিছুটা অধিক অধ্যয়ণ করতে হবে৷ এবং এতদিন পর্যন্ত আপনি যে বিশ্বাস সূত্রকে বিশ্বাস করে এসেছেন, আপনাকে সেই বিশ্বাসসূত্র সম্পর্কে অধিক গভীরভাবে জানতে হবে৷
এখন আপনাকে এই বইটিতে যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর সেই বাপ্তিস্মের অর্থকে সন্ধান করতে হবে যা নাইসিন বিশ্বাসসূত্র থেকে বিলুপ্ত করা হয়েছিল৷ কাজেই, এটি আপনার অন্তরে প্রকৃত পরিত্রাণ ও শান্তি গ্রহণ করবার একটি সুযোগ হওয়া উচিত৷
যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন সেই বাপ্তিস্মের মধ্যে এখন আপনি জল ও আত্মার সুসমাচারের প্রকৃত মূল্য আবিস্কার করতে পারবেন৷ আপনি আরো অধিক গভীর ও স্পষ্টভাবে জানতে পারবেন যে যোহন বাপ্তাইজকের নিকট যীশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন সেই বাপ্তিস্মের বাক্য কিভাবে আপনার আত্মাকে প্রভাবিত করেছে এবং সেই কারণে আপনি বিশ্বাসের দ্বারা ঈশ্বরের গৌরব করবেন৷